শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গণপরিবহনের সংকট নিরসনে ৬০টি বাস দিচ্ছে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক

নতুন করে ৬০টি দোতলা বাস সড়কে চলাচলের জন্য নামাচ্ছে বিআরটিসি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন ফাঁকা রেখে ৫০ শতাংশ যাত্রী পরিবহন সিদ্ধান্তের কারণে গণপরিবহনে সংকট তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণপরিবহন সংকটের কারণে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন রুটে ছয় শতাধিক বিআরটিসির বাস চলাচল করে। অন্যান্য গণপরিবহনের মতো বিআরটিসির বাসও অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছে। এতে অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না।

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে  গত বৃহস্পতিবার থেকে নতুন ৩৬টি দোতলা বাস নামানো হয়েছে। আগামীকাল থেকে আরও ২৪টি বাস সড়কে যাত্রী পরিবহন শুরু করবে। এ বাসগুলো বিআরটিসির ডিপোতে মেরামত করে রাখা হয়েছিল।

সর্বশেষ খবর