রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভাসানচর ঘুরে দেখলেন বিদেশি কূটনীতিকরা

কূটনৈতিক প্রতিবেদক

অবকাঠামো ও রোহিঙ্গাদের অবস্থা দেখতে ভাসানচর পরিদর্শন  করলেন  ১০ বিদেশি রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডস ও কানাডার মিশন প্রধানরা এই সফরে ছিলেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ও জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালকসহ অন্যরা ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভাসানচরের বিভিন্ন জায়গা ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গেও আলাপ করেন রাষ্ট্রদূতরা। ভাসানচরে বিভিন্ন কর্মসংস্থান প্রকল্প, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধাসহ অন্যান্য জায়গা ঘুরে দেখেন রাষ্ট্রদূতরা। সরকারের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। এর আগে মার্চে জাতিসংঘের একটি দল ভাসানচর পরিদর্শন করেন।

সর্বশেষ খবর