রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দ্বন্দ্ব অবিশ্বাসে হেফাজতে ইসলাম

দুই পক্ষেরই দাবি আদর্শহীন ও লক্ষ্যচ্যুত হয়ে পড়েছেন নেতারা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দ্বন্দ্ব অবিশ্বাসে হেফাজতে ইসলাম

অবিশ্বাস, দ্বন্দ্ব এবং নানা সংকটে নড়বড়ে হয়ে পড়েছে দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আল্লামা শফী অনুসারীদের অভিযোগ, হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্ব আদর্শচ্যুত হয়ে পড়েছে। তারা সংগঠনের চেয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। পক্ষান্তরে বর্তমান নেতৃত্বও মনে করে, আল্লামা আহমাদ শফীর অনুসারীরাও লক্ষ্যচ্যুত হয়ে পড়েছে। আল্লামা শফীপুত্র ও হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বলেন, ‘আল্লামা শফী’র মৃত্যুর পর আদর্শচ্যুত হয়ে গেছে হেফাজতে ইসলাম। এ সংগঠনটির নেতারা এখন বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নেই ব্যস্ত।’

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘হেফাজতে ইসলামের বর্তমান কমিটির নেতারা আদর্শহীন এবং লক্ষ্যহীন। বর্তমান কমিটির নেতারা কেউ কারও নেতৃত্ব মানছেন না। বরং তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। নেতৃত্ব ও আদর্শহীন হওয়ার ফলে ২৫ মার্চ পরিবর্তী সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তারা ভুল বুঝিয়ে মাদরাসার ছাত্রদের গুলির মুখে দাঁড় করিয়েছেন। কার ইন্ধনে দেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা তদন্ত করার দাবি করছি।’

আল্লামা শফী অনুসারীদের অভিযোগ অস্বীকার করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, ‘যে আদর্শ নিয়ে হেফাজতে ইসলামের যাত্রা হয়ে ছিল এখনো ওই আদর্শে অটুট রয়েছে হেফাজতে ইসলামের। বরং যারা হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করছে তারাই আদর্শচ্যুত হয়েছে।’ জানা যায়, হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমাদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের দুই পক্ষ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ হওয়া কাউন্সিলের আল্লামা আহমাদ শফী অনুসারী হিসেবে পরিচিত প্রভাবশালী কয়েকজন নেতাকে কমিটি থেকে বাদ দেয় আল্লামা জুনায়েদ বাবুনগরীর অনুসারীরা। এরপরই দুই পক্ষে একে অপরকে ঘায়েল করতে মাঠে নামে। সর্বশেষ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে হেফাজতে ইসলামের তান্ডবকে কেন্দ্র করে আরও মারাত্মক আকার নিয়েছে দুই গ্রুপের দ্বন্দ্ব। শফী অনুসারীদের দাবি হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্ব রাজনৈতিক এজেন্ড বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। তারা বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে হেফাজতে ইসলামের কর্মী ও মাদরাসা ছাত্রদের প্রশাসনের মুখোমুখি দাঁড় করিয়েছে। অপর দিকে ওই আন্দোলনকে নৈতিক সমর্থন না দেওয়ায় আল্লামা শফী অনুসারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বাবুনগরীর অনুসারীরা।

সর্বশেষ খবর