শিরোনাম
সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন ও সাংবাদিক শাহাদাতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, হারুন-উর-রসিদকে রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দুই ছেলে রেখে গেছেন। সাবেক         এই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বাণীতে রাষ্ট্রপতি তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং তথ্য অধিদফতরের সব কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। হারুন-উর-রসিদ ১৯৭১ সালে মুজিবনগর সরকারের ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে চাকরিতে যোগদান করেন।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক খোন্দকার শাহাদাৎ হোসেন আর নেই। তিনি গতকাল ভোর সাড়ে পাঁচটায় রামপুরার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্ব^জন, বন্ধুুবান্ধব, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ১৯৪৫ সালের ৭ ডিসেম্বর বরগুনা জেলার বামনায় জন্মগ্রহণ করেন। খোন্দকার শাহাদাৎ সত্তর ও আশির দশকে সিনে পত্রিকা পূর্বাণীর সম্পাদক ছিলেন। সর্বশেষ দৈনিক ইত্তেফাকের জি এমের দায়িত্ব পালন করেন। তিনি বাচসাসের প্রতিষ্ঠাতা সভাপতি। অন্ধ কল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে খোন্দকার শাহাদাৎ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ খবর