মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না

-শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, শেয়ারবাজার এখন অনেক লোকের রুটি-রুজির সঙ্গে জড়িত। আমরা যদি বন্ধ করে দিই, তাহলে প্রচুর লোকের জীবিকায় ক্ষতি হবে। মার্কেটটা আবার ক্ষতিগ্রস্ত হবে,  পেছনে চলে যাবে। বন্ধ করে দিয়ে তো আর সমস্যার সমাধান করতে পারছি না। খুব সহজে করোনা সমস্যার সমাধান হবে এর কোনো নিশ্চয়তা নেই। বিএসইসির চেয়ারম্যান বলেন, আমি চলমান কভিডের মধ্যেই দায়িত্ব নিয়েছি। কভিড থেকে বের হতে না হতে আরেকটা কভিডে পড়ে গেলাম। আমি কোনোভাবেই একটি সুস্থ অর্থনীতি পাচ্ছি না কাজ করার জন্য। আর সুস্থতা কখন আসবে জানি না। এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। অর্থনীতি যখন চলে পৃথিবীর কোথাও ক্যাপিটাল মার্কেট বন্ধ থাকে না। আমরা তো বিশ্ব থেকে আলাদা হয়ে যেতে পারি না। সব জায়গায় যেরকম আমাদেরও সেরকম হতে হবে। আমরা যেহেতু ডিজিটাল প্ল্যাটফরম করে ফেলেছি, আশা করি ঘরে বসে হলেও ডিজিটালি কাজ করতে পারব। টেলিফোনে কাজ করতে পারব, মোবাইলে কাজ করতে পারব। আমরা বন্ধ করব না। আমরা ইকোনমির সঙ্গে থাকতে চাই। তিনি আরও বলেন, আমরা যদি কয়েক বছর ঘরে বসে থাকি, তাহলে কী হবে? তাহলে মানুষের অর্থনীতির যে ব্যবস্থাপনা বা মানুষের রুটি-রুজি বা জীবিকা সেটার কী হবে? সরকার কলকারখানা সব খোলা রেখেছে, কৃষিকাজও চলছে, যাতে উৎপাদনে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। উৎপাদন যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে দেশের উন্নয়ন সব স্থবির হয়ে যাবে এবং আমরা সমনের দিকে এগিয়ে যেতে পারব না।

সর্বশেষ খবর