মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি আতঙ্কিত

-আবু আহমেদ

ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি আতঙ্কিত

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, করোনার আতঙ্ক শেয়ারবাজারে ছড়িয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি আতঙ্কিত। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ হচ্ছে না। এ সিদ্ধান্ত একটি ভালো সিদ্ধান্ত। শেয়ারবাজার বন্ধ করলে বিনিয়োগকারীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত  হয়। আবু আহমেদ বলেন, শেয়ারবাজার লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটা শেয়ারবাজারের জন্য ভালো সিদ্ধান্ত। এখন যারা বিনিয়োগকারী তারাই বাজারে উপকৃত হবে। যদি সিরিয়াল ট্রেড করতে চায় সে ক্ষতিগ্রস্ত হবে। অনেক মৌল ভিত্তির শেয়ারের দর কমেছে, এটা স্বাভাবিক। কোনো ধরনের আতঙ্কে বা গুজবে কান না দিয়ে বাজারে বিনিয়োগ ধরে রাখা উচিত। গত দুই দিন বাজারে যে দরপতন হয়েছে সেটা স্বাভাবিক কারণের চেয়ে আতঙ্কের কারণ বেশি ছিল। এখন আতঙ্ক আবার কমেছে। আগামী কয়েক দিন বাজার ভালো থাকবে বলে মনে করি। তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের অবস্থান ৫ হাজারের ওপরে। এটা খুব রিজনেবল অবস্থান। অর্থাৎ বাজারে বিনিয়োগ করার বা আস্থা রাখার জন্য এই অবস্থান যৌক্তিক। কোনভাবেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা গুজবে কান দেয় তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। স্বল্প সময় অধিক মুনাফা করার প্রবণতা পরিবর্তন করতে হবে। ইনভেস্টর না হয়ে ট্রেডার হলে ক্ষতি হবেই। তারা ভুল দামে শেয়ার কেনে, ভুল দামে বিক্রি করে। এটা খুব মন্দ চর্চা। এ থেকে বেরিয়ে আসতে হবে। গুজবে কান দিয়ে আতঙ্কিত হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

সর্বশেষ খবর