মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ফেরি বন্ধ সীমাহীন দুর্ভোগ, বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ফেরি বন্ধ সীমাহীন দুর্ভোগ, বিক্ষোভ

ফেরিতে গতকাল উপচে পড়া ভিড় -বাংলাদেশ প্রতিদিন

সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে দেশের দক্ষিণ অঞ্চলের ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। গতকাল সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় পরিবহনে করে শিমুলিয়াঘাটে এসে ভিড়      করেন। তবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিগুলোর পাশাপাশি  এই নৌরুটের লঞ্চ ও স্পিডবোটঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়।

এদিকে সকালে এই নৌরুটের সব নৌযান বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ  মিছিল করেন যানবাহনচালক ও যাত্রীরা। পরে ঘাটে অপেক্ষমাণ যানবাহন পারাপারের পরে বন্ধ করে দেওয়া হবে- এমন শর্তে পুনরায় চালু করা হয় নৌযানগুলো। তবে জরুরি সেবা সব সময় চালু থাকবে বলে জানান ফেরি কর্তৃপক্ষ। এ ছাড়াও ঘাট ও নৌযানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ না থাকা ও যাত্রীদের উদাসীনতা লক্ষ্য করা গেছে।

সর্বশেষ খবর