বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এক দিনে

নিজস্ব প্রতিবেদক

শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এক দিনে

এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের আগের দিনের রেকর্ডটিও ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন, যা এখন পর্যন্ত এক দিনে শনাক্ত সর্বোচ্চ। সেই সঙ্গে বেড়েছে সংক্রমণ হারও। মারা গেছেন আরও ৬৩ জন। ঢাকায় করোনা রোগীদের জন্য ফাঁকা আইসিইউ শয্যা নেমে এসেছে মাত্র ২০টিতে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষায় ৭ হাজার ৬২৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক শূন্য ২ শতাংশ, যা আগের দিনের চেয়ে ১ শতাংশ বেশি। আগের দিন শনাক্ত হয়েছিলেন ৭ হাজার ২১৩ জন, যা ছিল দেশে সংক্রমণ শুরুর পর এক দিনে সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় সে রেকর্ডটিও ভেঙে গেছে। গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে আরও ৬৩ জনের। এ নিয়ে পরপর দুই দিন ৬০ জনের বেশি মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৫৬ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৪৪৭ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শতাংশ ও মৃতের হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গতকাল ঢাকার ১০টি কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ১৩২টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল ১১টি ও নয়টি বেসরকারি হাসপাতালের ৩০৫টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র নয়টি। রাজধানীর মোট আইসিইউ শয্যায় গতকাল নতুন করে দুটি শয্যা যুক্ত হওয়ার পরও ফাঁকা ছিল ২০টি। আগের দিন ফাঁকা ছিল ২৫টি। গতকাল সারা দেশে মোট পাঁচটি আইসিইউ শয্যা বাড়িয়ে ৬০২টি করা হয়। এর মধ্যে ফাঁকা ছিল মাত্র ১৬৯টি। আগের দিন ৫৯৭টি  আইসিইউর মধ্যে ফাঁকা ছিল ১৮০টি। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৬৩ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। এর অধিকাংশই ছিলেন আইসিইউতে ভর্তি। মৃত্যুতে ফাঁকা হওয়া ওইসব শয্যা নতুন রোগীতে পূর্ণ হওয়ার পরও আইসিইউতে আরও যোগ হয়েছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে ৩৯ জন পুরুষ, ২৪ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় ৪০ জন ষাটোর্ধ্ব, ১২ জন পঞ্চাশোর্ধ্ব, পাঁচজন চল্লিশোর্ধ্ব, দুজন ত্রিশোর্ধ্ব, তিনজন বিশোর্ধ্ব আর একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। ৪১ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম, চারজন রাজশাহী, দুজন খুলনা, একজন বরিশাল, তিনজন সিলেট ও দুজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর