শিরোনাম
বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ইন্দ্রমোহন রাজবংশী আর নেই

সাংস্কৃতিক প্রতিবেদক

ইন্দ্রমোহন রাজবংশী আর নেই

সংগীতাঙ্গনকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে তিনি ইহলোক ত্যাগ করেন। বিকাল ৪টায় রাজারবাগ কালী মন্দির মহাশ্মশানে ‘গার্ড অব অনার’ প্রদানের পর সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা  হয়। ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এ কণ্ঠযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গত সোমবার তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি হাসপাতালটির আইসিইউতে ছিলেন। এর আগে ১ এপ্রিল বুকে ব্যথা অনুভূত হলে ইন্দ্রমোহন রাজবংশীকে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টার হাসপাতালে নেয় তাঁর পরিবার। সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে মালিবাগের আরেকটি হাসপাতাল ঘুরে এ শিল্পীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নিয়ে আসা হয়। শোকবার্তায় রাষ্ট্রপতি ইন্দ্রমোহন রাজবংশীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের লোকগানের বিকাশে একুশে পদকপ্রাপ্ত এ গুণী শিল্পীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা  সৈয়দা সাজেদা চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সর্বশেষ খবর