বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সরকার আরও প্রশ্রয় দিলে হেফাজতকে নিয়ন্ত্রণ কঠিন হবে

-মিছবাহুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, শিশু-কিশোরদের রাজনীতির মাঠে নামিয়ে হেফাজত ইসলামবিরোধী কাজ করেছে। সরকার চাইলে হেফাজতকে নিয়ন্ত্রণ করা এখনো কঠিন নয়। তবে বিলম্ব করলে বা আরও প্রশ্রয় দিলে এক সময় কঠিন হয়ে যাবে। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। 

মিছবাহুর রহমান চৌধুরী আরও বলেন, যারা মোদির সফরের বিরোধিতা করেছেন, বিশেষ করে কওমি আলেমদের পূর্বসূরিরা সবাই সাম্প্রদায়িক না। এখন যে কজন কওমি আলেম মাঠে বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন এটা অত্যন্ত সুস্পষ্ট যে, দলটির খপ্পরে তারা পড়েছেন। যে কোনো আঁতাতের ভিত্তিতে তারা সাম্প্রদায়িক কর্মকান্ড করছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য মোদি নয়। তাদের লক্ষ্য হলো দেশের স্থিতিশীলতা নষ্ট করা। তাদের উদ্দেশ্য হলো দেশে একটা বিশৃঙ্খলা করে ঘোলাপানিতে মাছ শিকার করা। মিছবাহুর রহমান চৌধুরী আরও বলেন, আহমদ শফী সাহেব যখন হেফাজত প্রতিষ্ঠা করেন তখন আদর্শ ছিল যেসব ব্লগার আল্লাহ ও রসুলের বিরুদ্ধে মিথ্যাচার করেন এদের বিরুদ্ধে হবে তাদের আন্দোলন। ইসলামের মূল নীতির যারা বিরোধিতা করবেন তাদের বিরুদ্ধেই হবে এদের আন্দোলন। যখন তিনি আন্দোলন করলেন তখন দেখলেন যে, শেখ হাসিনা সরকার আলেমদের ব্যাপারে শ্রদ্ধাশীল। আলেমদের জন্য তিনি কল্যাণকর কাজ করেছেন। এক শতাব্দীব্যাপী তাদের শিক্ষা সনদের কোনো স্বীকৃতি ছিল না। প্রধানমন্ত্রী এই শিক্ষা সনদের স্বীকৃতি দিয়েছেন। সারা দেশের ৮৫ হাজার মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় এনে সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করে ইমামদের সম্মানী দেওয়ার ব্যবস্থা করেছেন। ৫৬০টি জেলা-উপজেলায় মসজিদ তৈরি করে আলেমদের জন্য চাকরির ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেকটি প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন। এসব তারা বানচাল করে দিতে চাচ্ছেন। রহস্যটা আমি বুঝতে পারি না কেন তারা এটা করতে চাইছেন।

সর্বশেষ খবর