বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
হিন্দু গ্রামে হামলা

দায়িত্বে অবহেলার দায় শাল্লার ওসি বরখাস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

শাল্লায় হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই কারণে পার্শ¦বর্তী দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে             পোস্ট দেওয়ার জেরে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মঙ্গলবার রাতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ১৬ মার্চ নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ আপন নামের এক যুবক হেফাজতে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা রাতে ঝুমন দাশকে পুলিশে সোপর্দ করেন। পরে ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে ১৭ মার্চ সকালে এলাকায় মাইকিং করে হেফাজত নেতা-কর্মী ও এলাকাবাসী নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে গ্রামের ৮৮টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও  লুটপাট চালান।  পুলিশ আরও জানায়, এ ঘটনা অন্যান্য বিষয়ের পাশাপাশি পুলিশের দায়িত্ব অবহেলা রয়েছে কি না সেই বিষয়েও তদন্ত করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তদন্তে শাল্লা ও দিরাই থানা পুলিশের দায়িত্ব অবহেলার বিষয়টি ওঠে আসার প্রেক্ষিতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ খবর