শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনায় আক্রান্তের শীর্ষস্থানে ভারত মৃত্যুতে ব্রাজিল

প্রতিদিন ডেস্ক

বিশ্বে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৩ কোটি ৪৭ লাখে এবং মৃত্যুর সংখ্যা ২৯ লাখ ১৮ হাজার। প্রতিদিন আক্রান্ত যোগ হচ্ছে প্রায় ৭ লাখ ৪০ হাজার এবং মৃত্যু যোগ হচ্ছে প্রায় ১৪ হাজার। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ ভারত এবং মৃত্যুর দেশ ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল। আক্রান্তের এ সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৬৮। আর মৃত্যুতে শীর্ষে ছিল ব্রাজিল। দেশটিতে এ দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ১৯০ জন। আক্রান্তের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ দিন এ সংখ্যা ছিল ৮৯ হাজার ২৯৩। পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছিল ৮০ হাজার ১৬১ জন। মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। মৃত্যুর এ সংখ্যা ছিল ১ হাজার ৯ জন। দৈনিক সংক্রমণের শীর্ষে ভারত : ভারতে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জনের। একই দিন মৃত্যু হয়েছে আরও ৮০২ জনের। গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বগতি দেখা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ৩০ দিন ধরেই দেশটিতে সংক্রমণ বাড়ছে। গত পাঁচ দিনের মধ্যে চার দিনই দৈনিক ১ লাখের বেশি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৮০ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৪২ জন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্যদস্তু দেশ ভারত। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোট ছোট এলাকা লকডাউন করার এবং পরীক্ষার পরিমাণ বাড়ানোর ওপর জোর দিয়েছেন। করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এগুলোর ওপরই জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ ছাড়া আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যগুলোতে টিকা উৎসব পালনের ওপর জোর দেন তিনি। টিকাদানের পরিমাণ বাড়াতে এই উৎসব পালনের পরামর্শ দিয়েছেন তিনি। তবে সরবরাহের ঘাটতির কারণে করোনা বিপর্যস্ত অন্যতম রাজ্য মহারাষ্ট্রের টিকাদান কেন্দ্রগুলো আগেভাগে বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই টিকা না পেয়েই এসব কেন্দ্র থেকে ফিরে যাচ্ছে। এমনকি রাজ্যটির কয়েকটি জেলার টিকাদান কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের পর রয়েছে কেরালা, কর্নাটক, অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর