রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন সাংবাদিক হাসান শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন সাংবাদিক হাসান শাহরিয়ার

প্রখ্যাত সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার আর নেই। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁও ইমপালস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ফুসফুস জটিলতা ও জ্বর নিয়ে গত বৃহস্পতিবার রাতে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অকৃতদার হাসান শাহরিয়ার আত্মীয়-স্ব^জন, গুণগ্রাহী ও সিনিয়র-জুনিয়র নির্বিশেষে অসংখ্য ভক্ত-সহকর্মী রেখে গেছেন।

হাসান শাহরিয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বাণীতে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। গতকাল বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে হাসান শাহরিয়ারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে তাঁকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে সমাহিত করা হয়। বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন।  হাসান শাহরিয়ার ১৯৪৪ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ৬০-এর দশকে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন এবং পাকিস্তানের করাচিতে ইত্তেফাকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানে দৈনিক ডন পত্রিকায় কাজ করেন। ২০০৮ সালে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে অবসর নেন। ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হেরাল্ডসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন হাসান শাহরিয়ার। তিনি ১৯৯৩-৯৪ সালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) আন্তর্জাতিক সভাপতির দায়িত্ব পালন করেন এ দেশের কূটনৈতিক সাংবাদিকতার অন্যতম পুরোধা হাসান শাহরিয়ার।

সর্বশেষ খবর