রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় আতঙ্ক

বন্ধ করা হলো জনসনের জর্জিয়া স্টেট কারখানা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

জনসন অ্যান্ড জনসনের জর্জিয়া স্টেটের একটি উৎপাদন কারখানাও বন্ধ করা হলো। আটলান্টার সন্নিকটে কামিংয়ে অবস্থিত এই টিকা উৎপাদনের কারখানা থেকে সরবরাহকৃত টিকা নিয়ে গত বুধবার ৮ জন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার পরই সেই কারখানা বন্ধ করা হয়। এর আগেও একই কারণে কলরাডোর ডেনভার, নর্থ ক্যারলিনার র‌্যালি এবং আইওয়ার কারখানায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দুই ডোজের প্রয়োজন        হয় না বলে অনেকেই জনসন অ্যান্ড জনসনের টিকায় ঝুঁকছিলেন। এমনি অবস্থায় এমন সংবাদে সর্বত্র এক ধরনের ভীতির সঞ্চার ঘটেছে। সারা আমেরিকায় দৈনিক গড়ে ৩০ লাখের অধিক মানুষকে টিকা প্রদানের বিশাল কর্মযজ্ঞ চলাকালে কেবলমাত্র জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পরই কিছু মানুষের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া চরমে উঠে। মডার্না এবং ফাইজারের টিকা নেওয়ার পর সামান্য জ্বর কিংবা শরীর ব্যথা করলেও তা সহনীয় পর্যায়েই থাকে। আগে প্রতি বছরের ফ্লু শট নেওয়ার পরও কারও কারও মধ্যে সামান্য প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে জনসন অ্যান্ড জনসনকে স্বাস্থ্যের জন্যে অসহনীয় বলে আমেরিকানরা মনে করছেন। যদিও গত দুদিনে নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির অফিসে মোট ২৬৭ জনকে জনসন অ্যান্ড জনসনের টিকা প্রদান করা হয়।

এর মধ্যে কারোরই মধ্যে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বলে গতকাল সকালে এ সংবাদদাতাকে জানালেন সোসাইটির সভাপতি আব্দুর রহিম হাওলাদার। উল্লেখ্য, টিকা প্রদানের এই ক্যাম্প পরিচালনায় বিশেষভাবে সহায়তা দিচ্ছেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

সর্বশেষ খবর