রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিস্ফোরণে দগ্ধ পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নিজ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালামের স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল দুপুরে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭২ ঘণ্টার জন্য লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. আবদুল             মোমেন পিপিএম। চিকিৎসকের বরাতে তিনি জানান, নিহতের শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল। এদিকে ওই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অপর ১২ জনের মধ্যে পৌরসভার এক কর্মকর্তা মনির হোসেনসহ (৫০) দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় কাউন্সিলর ও অন্যদের সঙ্গে নিজ বাড়িতে পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়র আব্দুস সালাম আলোচনায় বসেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পৌর মেয়রের স্ত্রী কানন বেগম (৪০), দুই প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫), আওলাদ (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেল,  যুবলীগ কর্মী তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না (৫০), কালু (৪০) ও মহিউদ্দিনসহ ১৩ জন দগ্ধ হন। ঘটনার পরই ১২ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। বিস্ফোরণের বিষয়টি নিয়ে রহস্য ও প্রতিপক্ষের পরিকল্পিত হামলা হতে পারে বলে অভিযোগ তুলেন আহতদের স্বজনরা। তবে সে রাতেই বোম ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নবনির্বাচিত মেয়র আবদুস সালামের বাসায় যে কোনো কারণে গ্যাস লিকেজ থাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন।

সর্বশেষ খবর