রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

রানী এলিজাবেথ ও বরিস জনসনের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা

প্রিন্স ফিলিপের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী ব্রিটেনের রানী এলিজাবেথের কাছে পাঠানো শোকবার্তায় বলেন, আপনি, রাজ পরিবারের শোকসন্তপ্ত সদস্যগণ এবং যুক্তরাজ্যের জনগণকে মহান সর্বশক্তিমান এই অপূরণীয় ক্ষতি সইবার সাহস ও ধৈর্য দান করুন।

শেখ হাসিনা বার্তায় প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে এবং ব্যক্তিগতভাবে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, আমরা তাঁর বাংলাদেশ সফর এবং এ দেশের সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং তাঁর সদয় মনোভাবের কথা লালন করি, যা বাংলাদেশের জনগণের হৃদয় ছুঁয়েছিল। আমরা আমাদের দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের জন্য অপেক্ষায় রয়েছি এমন সময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ফিলিপের মূল্যবান অবদানও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে দেওয়া অন্য এক শোকবার্তায় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে ডিউক অব এডিনবরা ও রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গী প্রিন্স ফিলিপের প্রয়াণে গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশে তাঁর সফর এবং এ দেশের মানুষের জন্য তাঁর মহানুভব সহযোগিতার কথা স্মরণ করছি, যা আমাদের দেশের অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উদ্যাপনের ৫০ বছরের এ মুহূর্তে একই সঙ্গে স্মরণ করছি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে তাঁর উদ্যোগের কথা। বার্তায় শেখ হাসিনা বলেন, শোকের এ মুহূর্তে যুক্তরাজ্যের বন্ধুভাবাপন্ন জনগণের সঙ্গে সংহতি রেখে আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। রানী দ্বিতীয় এলিজাবেথ এবং রাজ পরিবারের সদস্যরা যেন এ অপূরণীয় ক্ষতি সহ্য করতে পারেন এজন্য প্রার্থনা করছি।

সর্বশেষ খবর