রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

সাফারি পার্কে বড় হচ্ছে জেব্রা পরিবার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সাফারি পার্কে বড় হচ্ছে জেব্রা পরিবার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দ্রুত বড় হচ্ছে জেব্রা পরিবার। সফল প্রজননে এগিয়ে রয়েছে আফ্রিকার প্রাণী জেব্রা। এ ধারা অব্যাহত থাকলে পার্কের আফ্রিকান সাফারির আয়তন বাড়ানোর প্রয়োজন হতে পারে।

গত বছরের সিংহভাগ সময় পার্ক লকডাউনের আওতায় ছিল।

করোনা সংক্রমণের কারণে এখনো চলছে লকডাউন। এ সময়টাতে পার্কে দর্শনার্থী নিষিদ্ধ। ফাঁকা পুরো পার্ক এলাকা। এ সুযোগে গত দুই বছরে জেব্রার পালে ১১টি শাবক জন্ম নিয়েছে। আগামী কয়েক মাসে আরও বাচ্চা জন্মাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, সবশেষ জেব্রা পালে একটি নতুন শাবকসহ মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫।

গত বৃহস্পতিবার নতুন শাবক জন্মের পর পালের সঙ্গে মিশে গেছে সে। জন্মের পর শাবকগুলো সুস্থভাবেই বেড়ে উঠছে। বর্তমানে ২৫টি জেব্রার মধ্যে ১২টি পুরুষ ও ১৩টি মাদি। পার্কে দর্শনার্থীদের বিনোদনের অন্যতম আকর্ষণ জেব্রা। জেব্রা সাধারণত পাল তৈরি করে ঘুরে বেড়ায়। পার্কের প্রাণী প্রজন্ম স্বাভাবিক বৃদ্ধি পেতে থাকলে ভবিষ্যতে প্রাণী আমদানি নির্ভরতা কমে আসবে।

সর্বশেষ খবর