মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নিয়মিত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল

চলবে বিশেষ ফ্লাইট, আজ বিমান যাচ্ছে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক

নিয়মিত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল

রাজধানীর কারওয়ানবাজারে গতকাল টিকিটের জন্য অপেক্ষায় সৌদি প্রবাসীরা -বাংলাদেশ প্রতিদিন

চলমান লকডাউনের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হলো। এ অবস্থায় ২১ থেকে ২৮ এপ্রিল নিয়মিত ফ্লাইট চলাচল করবে না। তবে নতুন করে বাড়ানো নিষেধাজ্ঞার মধ্যেও মধ্যপ্রাচ্যের চারটি দেশ ও সিঙ্গাপুরে প্রবাসী কর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এদিকে মধ্যপ্রাচ্যের যাত্রীদের ফ্লাইট নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কেটে গেছে। গতকাল সকাল ১০টা থেকেই আগত যাত্রীদের টিকিট দেওয়া শুরু হয়েছে। কোনো ভোগান্তি ছাড়াই সবাই নিজ নিজ গন্তব্যের টিকিট পেয়েছেন এদিন। নিয়মিত ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশনস মেম্বার গ্রæপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, সরকারের গাইডেন্স ও নির্দেশনা অনুযায়ী বিশ্বের সব দেশ এবং বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো। বিমান বাংলাদেশের এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নতুন করে বৃদ্ধি করা নিষেধাজ্ঞার মধ্যেও মধ্যপ্রাচ্যের চারটি দেশ ও সিঙ্গাপুরে প্রবাসী কর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট আজ সিঙ্গাপুর যাবে। জানা গেছে, ১৫ এপ্রিল আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকে শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহ সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়। মহামারী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে ২০ থেকে ২৫ হাজার অভিবাসী শ্রমিককে নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে সরকার এ সিদ্ধান্ত নেয়। শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে গমনেচ্ছু আটকে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের গমনের জন্য বিশেষ ফ্লাইট চালু হওয়ার কথা থাকলেও তা প্রথম দিনই ধাক্কা খায়। যাত্রীর অভাব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুমতি না মেলায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। পরে এ সংকট কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বাংলাদেশি অন্যান্য এয়ারলাইনস এবং সংশ্লিষ্ট দেশসমূহের ন্যাশনাল ক্যারিয়ারসহ অন্যান্য ক্যারিয়ার বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারবে। বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফরমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের জরুরি আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বেবিচক সূত্র জানায়, এই পাঁচটি দেশে গমনেচ্ছু প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে যাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত বিএমইটি ক্লিয়ারেন্স রয়েছে, তাদের বিদেশ গমনে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এসব দেশের ক্ষেত্রে যাদের ভিজিট ভিসা আছে, কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স নেই, তারা বিদেশ গমনে অগ্রাধিকার পাবেন না। যেসব বাংলাদেশি ভিজিট ভিসা নিয়ে কর্মের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত যাবেন, তারা বিএমইটির ছাড়পত্র নিয়ে যেতে পারবেন। লকডাউন চলাকালে উল্লিখিত পাঁচটি দেশ ছাড়া অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে ইচ্ছুক, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সাপেক্ষে ট্রানজিট-প্যাসেঞ্জার হিসেবে বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

সর্বশেষ খবর