মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনায় মৃত ব্যাংক কর্মকর্তার পরিবার পাবে ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যাংক কর্মকর্তার মৃত্যু হলে ক্ষতিপূরণ বাবদ তার পরিবারকে ৫০ লাখ টাকা দেওয়া হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করে তফসিলি ব্যাংকগুলোকে পাঠিয়েছে। তিন ক্যাটাগরি ভাগ করে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা নির্দেশনায় বলা হয়েছে। এতে বলা হয়, গত ২৯ মার্চ থেকে কার্যকর হওয়া নির্দেশনায় তিন ক্যাটাগরি হিসেবে ব্যাংকগুলো তাদের কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেবে। এরমধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, তদূর্ধ্ব কর্মকর্তারা পাবেন ৫০ লাখ টাকা। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হতে সমমান ধাপ-১ এর পূর্ব পর্যন্ত ৩৭ লাখ ৫০ টাকা টাকা। স্টাফ ও সাব স্টাফ যেকোনো প্রক্রিয়ায় নিয়োজিত কর্মচারীরা পাবেন ২৫ লাখ টাকা। এতে আরও বলা হয়েছে অন্য কোনো দায় দেনার সঙ্গে এই ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না।

সর্বশেষ খবর