শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পতাকা উত্তোলন না করা আপত্তিকর

-অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

পতাকা উত্তোলন না করা আপত্তিকর

জাতীয় পতাকা উত্তোলন করা রাষ্ট্রীয় নিয়ম। রাষ্ট্রের অন্য নাগরিকরা যদি পতাকা উত্তোলনের এ নির্দেশনা মানেন তাহলে দেশের কওমি মাদরাসা কর্তৃপক্ষ কেন এ নিয়ম মানবেন না- এমন প্রশ্ন তুলেছেন বরেণ্য শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এই রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করার বিষয়টি খুবই আপত্তিকর। এ বিষয়ে আপত্তি আগেই উঠেছিল এবং আগেও কথা উঠেছিল। কিন্তু ইস্যুটিকে আগে গুরুত্ব দেওয়া হয়নি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আসলে কওমি মাদরাসায় কী পড়ানো হচ্ছে আর এ শিক্ষার সামাজিক উপযোগিতাই বা কী আমাদের তা বুঝতে হবে। আবার এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা নিয়ে বেরিয়ে আসছেন, পরবর্তী সময়ে তাদের অবস্থাই বা কী হয় এগুলো সবই আমাদের পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সে ক্ষেত্রে আমাদের গোটা শিক্ষাব্যবস্থারই সংস্কার প্রয়োজন।’

এই অধ্যাপক আরও বলেন, হেফাজতে ইসলাম যে এখন শুধু একটি সামাজিক শক্তি তা নয়, এটি একটি রাজনৈতিক শক্তিতেও পরিণত হচ্ছে। কিন্তু মাদরাসাগুলোয় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন না করার মতো কাজগুলো এ শক্তি আগেও করেছিল।

সর্বশেষ খবর