শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচার

নিজস্ব প্রতিবেদক

মাস্ক ও স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে করে হেরোইন পাচার করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম সৌমিক আহম্মেদ সিদ্দিকী। গতকাল ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত আসামির প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীদের একটি চক্র সীমান্ত এলাকা থেকে একটি বড় চালান নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীর কাছে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ভোরে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনের সড়কে চেকপোস্ট বসানো হয়। কয়েকটি গাড়ি তল্লাশির পর একটি প্রাইভেটকার                থেকে হেরোইনসহ সৌমিককে গ্রেফতার করা হয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় এগুলো সরবরাহের কথা বলে মুভমেন্ট পাস নিয়েছিল সৌমিক। পাস নিয়ে সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারিদের কাছে পৌঁছে দেয়।

সর্বশেষ খবর