শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রংপুর চিড়িয়াখানায় বন্য পরিবেশ

নজরুল মৃধা, রংপুর

রংপুর চিড়িয়াখানায় বন্য পরিবেশ

রংপুর চিড়িয়াখানা করোনাকালীন লকডাউনে বন্ধ। দর্শনার্থীদের হাঁকডাক না থাকায় বাঘ, সিংহ, হরিণসহ প্রায় সোয়া ২০০ প্রাণী কোলাহলমুক্ত বন্য পরিবেশে সময় কাটাচ্ছে। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, রংপুর চিড়িয়াখানায় ৩৩ প্রজাতির ২২৫  প্রাণী রয়েছে। যেসব প্রাণী রয়েছে সেগুলো হলো- সিংহ দুটি, বাঘ ১টি, জলহস্তি তিনটি, ময়ূর আটটি, হরিণ ৫৯টি, অজগর সাপ দুটি, ইমু তিনটি, উটপাখি একটি, বানর নয়টি, কেশওয়ারি তিনটি, গাধা তিনটি, ঘোড়া দুটি, ভাল্লুক একটি। এ ছাড়া গত বছরের অক্টোবরে  ঢাকা থেকে আটটি ময়ূর ও  দুটি জলহস্তি আনা হয়েছে। প্রয়াত জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে গড়ে তোলেন রংপুর চিড়িয়াখানা। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২১ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি। প্রতিদিন এখানে কয়েক হাজার দর্শনাথীর সমাগম হতো। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হলে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানাটি। এর পরে কিছুদিনের জন্য খোলা হলেও দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউনের কারণে আবার বন্ধ ঘোষণা করা হয়। দেশে দুটি সরকারি চিড়িয়াখানা রয়েছে। একটি ঢাকায় অপরটি রংপুরে। শুক্রবার সকালে চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে প্রতিটি খাঁচার প্রাণীরা কোলাহলমুক্ত পরিবেশে রয়েছে। 

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী জানান, লকডাউনের কারণে এখন প্রাণীরা কোলাহলমুক্ত পরিবেশে রয়েছে। খাবার সময় শুধু তাদের খাওয়া দেওয়া হয়। এ ছাড়া সব সময় জনশূন্য থাকে চিড়িয়াখানা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর