সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভারতে সুনামির মতো করোনা, দিল্লির লকডাউন ৩ মে পর্যন্ত বেড়েছে

নয়াদিল্লি প্রতিনিধি

কয়েক দিন ধরে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং তা প্রতিদিনই বাড়তে থাকায় দিল্লি হাই কোর্ট ভারতের করোনাকে ‘সুনামি’ বলে আখ্যায়িত করেছে। গত শনিবার হাই কোর্ট এক পর্যবেক্ষণে এও বলেছে, করোনায় আক্রান্ত রোগীকে অক্সিজেন সরবরাহে গাফিলতি করলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এ অবস্থায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছেন। কেজরিওয়াল গতকাল জরুরি সংবাদ সম্মেলন করে বলেছেন, দিল্লিতেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। যত পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে ৩৬ থেকে ৩৭ শতাংশই হচ্ছে করোনা পজিটিভ। অর্থাৎ প্রতি তিনজনে একজন করোনায় আক্রান্ত। এ কারণে লকডাউনের মেয়াদ বাড়ানো হলো। তবে অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। এ ছাড়া গত শনিবার দিল্লি হাই কোর্টের দুই বিচারপতি বিপিন সংঘী রেখা পাল একটি মামলার পর্যবেক্ষণে উল্লেখ করেন, ভারত, বিশেষ করে রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি ‘সুনামি’র আকার ধারণ করেছে। তারা আরও উল্লেখ করেন, কভিড রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনো আমলাকেই ছেড়ে কথা বলা হবে না। প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এদিকে ভারতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে রাজধানী দিল্লির অবস্থা বিশ্বের মধ্যে ভয়াবহ। প্রতিদিন এখানে রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। গত শনিবার ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১০৩ জন। এ নিয়ে ১০ দিনে দিল্লিতে ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, দিল্লিতে শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ৩৪৮ জনের। আক্রান্ত হন ২৪ হাজার ৩৩১ জন। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ২৬ হাজার ১৬৯ জন। মৃত্যু হয় ৩০৬ জনের। সংক্রমণের হার ৩৬ দশমিক ২৪ শতাংশ, যা গত বছর মহামারী শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সর্বাধিক। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৩৮, মঙ্গলবার ২৮ হাজার ৩৯৫ এবং সোমবার ২৩ হাজার ৬৮৬। করোনার এই নাজুক পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বেড নেই আবার অনেক জায়গায় অক্সিজেনের সংকট। শুক্রবার অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে একের পর এক করোনা  রোগীর।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার সকালে জানিয়েছে, এদিন ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৯ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৬৭ জন। দেশটির হাসপাতালগুলোতে  রোগীর চাপ বাড়ছেই। অপরদিকে বিভিন্ন রাজ্যে অক্সিজেন সংকট তীব্র হয়ে উঠেছে।

সর্বশেষ খবর