শিরোনাম
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
পল্লবীতে নেত্রীকে হত্যা

আদালতে স্বামীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য উমামা বেগম কনককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী ওমর ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি ওমর ফারুককে হাজির করেন। এরপর আসামি ওমর ফারুক স্বেচ্ছায় দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে গত ২৩ এপ্রিল রাতে রাজধানীর পল্লবীর মিরপুর ডিওএইচএসের ৭৪৩ নম্বর বাড়ির ৩/ডি ফ্ল্যাটে বাসায় আওয়ামী লীগ নেত্রী কনককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর