সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রথম ডোজ টিকা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত আজ থেকে কভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রথম ডোজের টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে। গতকাল স্বাস্থ্য অধিদফতর থেকে জারি করা এ সংক্রান্ত একটি নির্দেশনায় এ কথা জানানো হয়। টিকা প্রদানভিত্তিক সংশিষ্ট কেন্দ্রগুলোতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যও নির্দেশনায় বলা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদানের মাধ্যমে দেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়।  

এ বছরের ২১ জানুয়ারি দেশে প্রথম কভিড-১৯ টিকার চালান আসে। উপহারণস্বরূপ ২০ লাখ ডোজ টিকা পাঠায় ভারত। পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় আরও ১২ লাখ ডোজ টিকা উপহার পায় বাংলাদেশ। ভারতে উৎপাদিত টিকার ৩ কোটি ডোজ কেনার ব্যাপারে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, সেরাম ইনস্টিটিউটের ৩ কোটি ডোজ ভ্যাকসিনের মধ্যে এখন পর্যন্ত দুই দফা চালানে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। কিন্তু ভারতের অভ্যন্তরে ব্যাপক চাহিদা এবং কাঁচামালের অভাবের কারণে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সর্বশেষ খবর