সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

১৭ বছর পর বাবা মার বুকে সবুজ

চাঁদপুর প্রতিনিধি

১৭ বছর পর বাবা মার বুকে সবুজ

সতেরো বছর পর চাঁদপুরের শাহরাস্তির সুচিপাড়া গ্রামের সবুজ বাবা-মায়ের কোলে ফিরলেন। ২০০৪ সালে দাদার সঙ্গে ঢাকায় বেড়াতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মিলেনি। শুক্রবার একটি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে সবুজ তার মা-বাবাকে ফিরে পান। মা-ছেলে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। এ সময়  রেডিওর স্টুডিওতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবার সূত্র জানায়, ২০০৪ সালে দাদা লাল মিয়ার সঙ্গে সবুজ ঢাকায় ফুফু এবং খালুর বাসায় বেড়াতে যান। সেখানে কয়েকদিন পর বাড়ির উদ্দেশে রওনা হলে পথে দাদা-নাতির বিচ্ছেদ হয়। দাদাকে হারিয়ে সবুজ কাঁদতে থাকেন। তখন এক মুদি ব্যবসায়ী সবুজকে বাসায় নিয়ে যান। পরে তিনি ডেমরা থানায় সাধারণ ডায়েরি করে পুলিশে হস্তান্তর করেন। সবুজের পরিবারের সন্ধান না পেয়ে থানা পুলিশ ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের এনজিওর কাছে হস্তান্তর করে। এনজিওটি কয়েক মাস তাদের কাছে  রেখে সবুজের পরিবারের সন্ধানের চেষ্টা চালায়। কোনো সন্ধান না পেয়ে তারা ২০০৫ সালে আরেকটি এনজিও ‘ফ্যামিলিজ ফর চিলড্রেন’-এর কাছে হস্তান্তর করে।

‘ফ্যামিলিজ ফর চিলড্রেন’র পরিচালক শিখা বিশ্বাস জানান, সবুজ অনেক মেধাবী ছাত্র। তাই স্থানীয় এক সমাজসেবীর সহযোগিতায় তাকে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়। বর্তমানে সবুজ সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ছে। সবুজ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপড়া গ্রামে তার বাবা-মায়ের বাড়িতে অবস্থান করছেন।

সর্বশেষ খবর