সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

খাবার পেল গাজীপুরের বরমীর ২০০ বানর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

খাবার পেল গাজীপুরের বরমীর ২০০ বানর

চলমান লকডাউনে অনেকটা না খেয়েই দিন কাটছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের বানরদের। বাজার-ঘাট ও মানুষের চলাচল সীমিত হওয়ায় বেশ কিছুদিন ধরে খাবারের অভাবে ভুগছিল বানরগুলো। শনিবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী প্রায় ২০০ বানরের খাবার সরবরাহ করেন।

ইউএনও জানান, বানরগুলো সাধারণত বাজারের দোকানপাট, বাজার এলাকার বাসিন্দাদের বাসাবাড়ি থেকে যা পায় তা থেকেই নিজেদের খাদ্যের সংস্থান করে থাকে। বানরের সংখ্যার তুলনায় এ খাদ্য অনেকটাই অপ্রতুল। তার ওপর লকডাউনে খাদ্য সংকট আরও বেড়েছে। এই অসহায় প্রাণীদের কথা ভেবে নিজ উদ্যোগে তিনি শনিবার ২০০ বানরের খাবারের ব্যবস্থা করেন। খাবারের মধ্যে ছিল কলা, রুটি ও কেক। এ সময় বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি সদস্য ও বাজার পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, বরমী বাজারে বানর বসবাসের ইতিহাস অতি প্রাচীন। হাজার হাজার বানর ছিল এ বাজারে। খাদ্য সংকটসহ নানা কারণে বানরের সংখ্যা কমে গেছে। ইউএনও জানান, বানরগুলোর জন্য খাবারের স্থায়ী বন্দোবস্তের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটা উপায় খোঁজে বের করা হবে।

সর্বশেষ খবর