বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কল্পকাহিনি দিয়ে দলীয় নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার উদ্ভট কল্পকাহিনি দিয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করছে। চট্টগ্রামের হাটহাজারীতে দলের ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা জানিয়ে গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতেই সরকার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার অভিযান পরিচালনা করছে। এমনকি জনগণকে বিভ্রান্ত করার অপউদ্দেশ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতাদের জড়িয়ে কল্পকাহিনি তৈরির মাধ্যমে রাষ্ট্রশক্তি ব্যবহার করে তা প্রচার করছে। আমি সরকারকে এ ধরনের হীনতৎপরতা থেকে বিরত থাকার আহ্‌বান জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, অপরিকল্পিত লকডাউনে বিরোধী দলের ওপর ক্র্যাকডাউনের ধারাবাহিকতায় সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দলের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাটহাজারীর আবদুস শুক্কুর, মির্জা এমদাদ, নুরুল কবির তালুকদার, তকিবুল হাসান চৌধুরী, হেলালউদ্দিন, চট্টগ্রাম উত্তর যুবদলের সৈয়দ ইকবাল, আবদুল কাদের, স্বেচ্ছাসেবক দলের গিয়াস উদ্দিন চেয়ারম্যান, ছাত্রদলের মনিরুল আলম জনিসহ ৩ শতাধিক নেতা-কর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে। হেফাজতে ইসলামের কোনো কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে জড়িয়ে জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই এ মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, রোজা ও করোনাভাইরাস মহামারীর মধ্যেও হামেশাই নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালিয়ে তাদের পরিবার-পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে পুলিশ। বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান সরকারের কোনো গণভিত্তি নেই। তারা জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের ওপর নির্ভরশীল। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে। সরকারের উন্মত্ত আচরণ মোকাবিলা করে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির এগিয়ে আসার কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর