বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তথ্যপ্রযুক্তি খাতে কেমন বাজেট চাই

আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে কর ও ভ্যাট হার কমানোর দাবি জানিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের অংশীজনেরা। তারা বলেছেন, ইন্টারনেটের করপোরেট কর মওকুফ করা হোক। এতে রাজস্ব বাড়বে। কর অবকাশ সুবিধার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হলে বিনিয়োগকারীরা সুবার্তা পাবেন। অনলাইন কেনাকাটায় ভ্যাট অব্যাহিত সুবিধা প্রয়োজন। ভবিষ্যৎ অর্থনীতির বড় অংশই ডিজিটাল অর্থনীতিকে কেন্দ্র করে পরিচালিত হবে। বিপুল জনগোষ্ঠীকে এ সুবিধার বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে না। তাদের জন্য মোবাইল সেবার ওপর কর কমাতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবে সফলতার জন্য এমন পদক্ষেপ যুক্তিযুক্ত বলে মনে করেন তথ্যপ্রযুক্তি খাতের নেতারা। তাদের সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক রুহুল আমিন রাসেল

ডিজিটাল লেনদেন ভ্যাটমুক্ত চাই

ই-কমার্সের প্রবৃদ্ধির জন্য চাই নীতি সহায়তা

প্রান্তিক জনগণকে প্রযুক্তির সেবা দিতে কর কমান

সর্বশেষ খবর