শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা চাই

মনোয়ারা হাকিম আলী

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা চাই

২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা চান সিডব্লিউসিসিআইর প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলী। তিনি বলেছেন, আসছে বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য পৃথকভাবে বিশেষ প্রণোদনা দিন। মহামারী করোনা সংকটে নারী উদ্যোক্তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের আয়কর প্রদানের সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করছি। পাশাপাশি নারীদের জন্য হেলথ বা প্রোটেকশন ভ্যাকসিনের বাজেট প্রণয়নের দাবি করছি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলী। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক এই প্রথম সহসভাপতি বলেন, করোনাকালের ছুটির সময়কালে বিশেষত পরিষেবার মালিকানাধীন ব্যবসার আমদানি করা পণ্যসমূহে করহার কমাতে হবে। কারণ কম পণ্যসম্ভার চালানে ফ্রেট চার্জ খুব বেশি। অফিস ও বাড়ির খাজনায় ট্যাক্স কমাতে হবে। শিশুখাদ্য ও ওষুধের মতো প্রয়োজনীয় পণ্যসমূহে বিশেষ ছাড় দেওয়া উচিত। ইন্টারকো গ্রুপের এই ভাইস চেয়ারম্যান বলেন, মহামারী করোনা শুরু থেকে সরকার-ঘোষিত বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনা তারাই পাবে যাদের ঋণ আছে। কারণ তাদের ব্যবসা সচল রাখার জন্য সরকার এই সুবিধা দিচ্ছেন। নিঃসন্দেহে তা প্রশংসনীয়। কিন্তু যেহেতু নারী উদ্যোক্তারা সহজে ঋণ পান না, সে ক্ষেত্রে ব্যাংকেরও কিছু সীমাবদ্ধতা আছে, আমরা তা মানি। সমস্যা হচ্ছে, যেহেতু অধিকাংশ মহিলা উদ্যোক্তা ঋণের আওতাভুক্ত নয়, তাই তারা প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন।

সর্বশেষ খবর