শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হেফাজতের আরও এক নেতা আটক দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজহারকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত ১১টার দিকে নগরীর খুলশী থানার লালখানবাজারে জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখানবাজার মাদরাসা থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, হারুন ইজহারকে আমরা আটক করেছি। ২৬ মার্চ থেকে তিন দিন ধরে হাটহাজারীতে চলা তান্ডব ও সহিংসতার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হারুন ইজাহার ও তার বাবা ইজহারুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ প্রতিষ্ঠার পর লালখানবাজার মাদরাসায় ওই সংগঠনের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হতো বলে অভিযোগ আছে। ইজহারুল ইসলাম সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত। এ ছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযুক্ত লস্কর-ই-তৈয়বা ও আল-কায়েদার সঙ্গে ইজাহারের এক সময়ের সম্পৃক্ততার তথ্য বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছিল। তিনি তালেবানের পক্ষে আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও অভিযোগ আছে। হারুন ইজাহারের বিরুদ্ধে জঙ্গিবাদী কর্মকান্ডের জন্য অর্থ সংগ্রহ এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ আছে। ২০১০ সালে ইজহারুল ইসলাম ও হারুন ইজাহারকে ডিএমপির ডিবি শাখা গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া এসব তথ্য তখন গণমাধ্যমে এসেছিল। ২০১৩ সালে লালখানবাজার মাদরাসায় গ্রেনেড বানানোর সময় বিস্ফোরণ ঘটে। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এরপর হারুন ইজাহারকে গ্রেফতার করা হয়েছিল। তার বাবা পালিয়ে গ্রেফতার এড়াতে সক্ষম হন। হেফাজতের আরও দুই নেতা রিমান্ডে : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় হেফাজতে ইসলামের আরও দুই নেতাকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল আসামিদের আদালতে হাজির করে পল্টন থানার মামলায় ১০ দিন করে রিমান্ড চায় ডিবি। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেনথ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফেজ মো. মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমী ও ঢাকা মহানগর ১০ নম্বর জোনের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী। গত বুধবার বিকালে ভাটারা থেকে কাশেমীকে এবং একই সময়ে ডেমরা থেকে হাবিবীকে গ্রেফতার করে ডিবি।

সর্বশেষ খবর