শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

সর্বোচ্চ মৃত্যুর মাস

২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ১৭৭, মৃত্যু ৫৭

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ মৃত্যুর মাস

করোনাভাইরাস সংক্রমণে গত এপ্রিল মাসে সর্বোচ্চ মৃত্যু দেখেছে দেশের মানুষ। ৩০ দিনেই মারা গেছেন ২ হাজার ৪০৪ জন। গড়ে প্রতিদিন মারা গেছেন ৮০ জনের বেশি। চলতি বছরের জানুয়ারির চেয়ে ৪ গুণ, ফেব্রুয়ারির চেয়ে সাড়ে ৮ গুণ ও মার্চের চেয়ে সাড়ে ৩ গুণের বেশি মৃত্যু হয়েছে এপ্রিলে। এর আগে সর্বোচ্চ মৃত্যুর মাস ছিল গত বছরের জুলাই। ওই মাসে মারা গিয়েছিলেন ১ হাজার ২৬৪ জন, যা গত এপ্রিলে মোট মৃত্যুর প্রায় অর্ধেক। তবে ২৫ দিন পর দৈনিক মৃত্যু ৬০ জনের নিচে নেমেছে গত ২৪ ঘণ্টায়। এ সময় মারা গেছেন ৫৭ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫০ জনের। গত এক দিনে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ১৭৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন। গত এক দিনে ৪ হাজার ৩২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন। মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার আবারও বেড়েছে। এই সময়ে ২১ হাজার ৪৬টি নমুনা পরীক্ষায় সংক্রমণ হার শনাক্ত হয়েছে ১০ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন সংক্রমণ হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৭ জনের মধ্যে ৩২ জন ছিলেন পুরুষ ও ২৫ জন নারী। হাসপাতালে ৫৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ২ জনকে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৩৫ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৩ জন পঞ্চাশোর্ধ্ব, ৭ জন চল্লিশোর্ধ্ব, ১ জন ত্রিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ঢাকায় ২৮ জনের, চট্টগ্রামে ১৩ জনের, রাজশাহীতে ২ জনের, খুলনায় ৫ জনের, বরিশালে ২ জনের, সিলেটে ৫ জনের ও রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর