শিরোনাম
শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

বেড়েছে ভোজ্য তেল-সবজি পিঁয়াজের দাম, কমেছে মুরগি চালের

নিজস্ব প্রতিবেদক

বেড়েছে ভোজ্য তেল-সবজি পিঁয়াজের দাম, কমেছে মুরগি চালের

সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি, পিঁয়াজ ও ভোজ্য তেলের। তবে দাম কমেছে মুরগি ও চালের। অপরিবর্তিত রয়েছে ডিমসহ অন্য পণ্যের দাম। গতকাল রাজধানীর রামপুরা, খিলগাঁও ও কারওয়ান বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

এসব বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গাজর ৩০-৪০, বেগুন ৪০-৫০, করলা ৪০-৫০, মুলা ৪০, ঢেঁড়স ৫০-৬০, টমেটো ৩০-৪০ আর বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০, বাঁধাকপি ৩০ টাকায়। মিষ্টিকুমড়ার কেজি ২০-৩০, চিচিঙ্গা ৫০-৬০, পটোল ৪০-৫০, কচুর লতি ৬০, শজনে ডাঁটা ৫০-৬০ ও আলু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৫ টাকা দাম বেড়ে প্রতি কেজি পিঁয়াজ এখন ৪০ টাকা। কাঁচা মরিচের কেজি ৪০-৫০ টাকা। কাঁচকলার হালি ৩০-৪০ টাকা। পেঁপের কেজি ৩০-৩৫, শসা ৫০-৬০, কাঁকরোল ৮০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা।

প্রতি কেজি চিনি ৭০ টাকা। প্রতি কেজি বিআর-২৮ চাল ৪৮-৫০, মিনিকেট ৬৩-৬৪, নাজির ৬৫-৬৮, মোটা চাল ৪৫-৪৮ টাকা। খোলা সয়াবিনের লিটার ১৩৫-১৩৯ টাকা। লাল ডিম এক ডজন ৮৫ টাকা। হাঁসের ডিমের দাম কমে ডজন এখন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিমের ডজন ১৮০ টাকা। প্রতি কেজিতে ৫০ টাকা কমে সোনালি (কক) মুরগি ২০০-২২০, ব্রয়লার ২০ টাকা কমে ১২৫-১৩০ ও লেয়ার ২২০-২৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এসব বাজারে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংস, মসলাসহ অন্যান্য পণ্যের দাম। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০, গরুর মাংস ৫৫০-৬০০ টাকা। বাজারে প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ২৫০-৩৫০, মাগুর ৬০০, শিং (আকারভেদে) ৩০০-৪৫০, মৃগেল ১১০-১৫০, পাঙ্গাশ ১২০-১৫০, ইলিশ (আকারভেদে) ৮৫০-১০০০, চিংড়ি ৫০০-৬০০, বোয়াল ৪০০-৫০০, কাতলা ১৭০-২৮০, ফোলি ৩০০-৪০০, পাবদা ১৫০-২৫০, তেলাপিয়া ১৫০, সিলভার কার্প ১১০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রামপুরা বাজারের ক্রেতা সিরাজুল ইসলাম বলেন, ‘মাহে রমজান উপলক্ষে বিভিন্ন সবজির বাজার চড়া। সরকারের উচিত নিয়মিত বাজার মনিটরিং করা।’

সর্বশেষ খবর