শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে ডিবির নির্যাতনে একজনের মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবির নির্যাতনে সানাউল হক বিশ্বাস (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সানাউল হক জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী গ্রামের মৃত মুর্শেদ আলী বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলাহাটের চাঁনশিকারী গ্রামে এ ঘটনা ঘটে। তবে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, তিনি মাদক মামলার পলাতক আসামি ছিলেন এবং তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করতে গেলে দৌড়ে পালানোর সময় পড়ে যায়। এ সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করলে তিনি     অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। এদিকে নিহত সানাউল হক বিশ্বাসের ছোট ভাই মাসুদ রানা বিশ্বাস গতকাল দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার ভাইয়ের নামে কোনো মামলা ছিল না এবং তিনি মাদক ব্যবসায়ীও ছিলেন না। তবে তিনি মাদকাসক্ত হয়ে পড়লে তাকে পারিবারিকভাবে কঠোর নজরদারিতে রাখা হয়েছিল। এমন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি পুলিশ তার ভাই সানাউল হক বিশ্বাসকে আটক করে ব্যাপক নির্যাতন করে। এ সময় তিনি পানি চাইলে তাকে পানি না দিয়ে উল্টো তাকে দেখিয়ে ডিবি পুলিশ পানি সেবন করে। পরে তাকে আবারও মারধর করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হয় এবং রাত ৩টার দিকে সানাউল হক মারা গেছেন বলে তারা জানতে পারেন। এদিকে অভিযোগ উঠেছে ভোলাহাট থানার ওসি বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ম্যানেজ করে মাঠে নামিয়েছেন। ওই নেতারা নিহত সানাউল হক বিশ্বাসের পরিবারকে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য চাপ দিচ্ছেন। এ ব্যাপারে ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গরীবুল্লাহ দবির জানান, যা হওয়ার হয়ে গেছে। বিষয়টি মিটিয়ে যতদ্রুত সম্ভব লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য ৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে রাখা ছিল। এর আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশের হাঁটুতে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক জানান।

সর্বশেষ খবর