সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

ক্ষুদ্র ব্যবসায়ীদের কর প্রণোদনা দিন

গোলাম হোসেন

ক্ষুদ্র ব্যবসায়ীদের কর প্রণোদনা দিন

আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে অর্থনীতির চালিকাশক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর প্রণোদনা প্রদানের পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি বলেছেন, এবার মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবে সৃষ্ট সংকট উত্তরণের রাজস্ব বাজেট চাই। স্থানীয় শিল্পে কর প্রণোদনা দিতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ভ্যাট ছাড় দিতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি বলেন, ‘আসছে বাজেটে জনগণকে বাঁচিয়ে রাখার বাজেট চাই। প্রয়োজনে উন্নয়ন প্রকল্প কাটছাঁট করে বাজেট করতে হবে। মহামারীতে যারা কর্মহীন হয়েছেন, তাদের বাঁচিয়ে রাখার বাজেট চাই। আমাদের মনে রাখতে হবে, একজন মানুষের কর্মসংস্থান হলে একটি পরিবার বাঁচে।’ গোলাম হোসেন বলেন, ‘আসছে বাজেটে নতুন করে কর আরোপের সুযোগ নেই। সৎভাবে করদাতাদের বাঁচিয়ে রাখার ব্যবস্থা আমাদের কর ব্যবস্থাপনায় থাকা উচিত। এখন রাজস্ব খাত সংস্কারের সময় নয়। এখন সময় মানুষের জীবন ও জীবিকা বাঁচিয়ে রাখার। এটাতে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষায় কর প্রণোদনা দিতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের যতটা সম্ভব কর প্রণোদনা দেওয়া প্রয়োজন। ভ্যাটেও ছাড় দিতে হবে।’

সর্বশেষ খবর