সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

এক মাসে নারী ও শিশু নির্যাতন ৩৭১টি ৬৯ নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীতেও দেশে থামছে না নারী ও শিশু নির্যাতন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) নামক সংগঠনের গত শনিবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, গত এপ্রিলে দেশে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ১৩৭টিই ধর্ষণের ঘটনা। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি। এ ছাড়া ৩২ জন কিশোরীসহ মোট ৬৯ জন নারী আত্মহত্যা এবং ৭৫ জন নারী ও শিশু হত্যাকান্ডের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ১৩৭ জনের মধ্যে ৭৬ জন শিশু ও কিশোরী। ধর্ষণের চেষ্টা হয়েছে ১৫ জনকে। যৌন হয়রানি ২২ জনকে ও শারীরিক নির্যাতন করা হয় ২৯ জনকে। এ ছাড়া অ্যাসিড নিক্ষেপে দগ্ধ হন দুজন নারী। অপহরণের শিকার হন তিন শিশু, চার কিশোরী ও দুই নারী। অন্যদিকে ১১ শিশু এখনো নিখোঁজ রয়েছে। সংস্থাটির দেওয়া তথ্যে, এপ্রিল মাসে সামাজিক বিরোধ ও ধর্মান্তরিত হওয়ার ঘটনায় ৯টি পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আট নবজাতককে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে ছয় নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু আশঙ্কাজনক তথ্য হচ্ছে নবজাতকদের পাওয়ার ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে না। বরং অধিকাংশ ক্ষেত্রে দত্তক দেওয়ার মাধ্যমেই এর সমাধান করার চেষ্টা হয়, যা অনাকাক্সিক্ষত। সংস্থাটির পর্যবেক্ষণ প্রতিবেদনে আরও বলা হয়- এপ্রিল মাসে বিচারবহিভর্‚ত হত্যাকান্ড, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন, কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে ঘটেই চলছে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা ও গ্রেফতার, সীমান্তে হত্যা-নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন চলছেই। নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার ঘটনাও বেড়েছে বলে জানিয়েছে এমএসএফ।

সর্বশেষ খবর