বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

ষাটের নিচে নামছে না দৈনিক মৃত্যু

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৯১৪, মৃত্যু ৬১

নিজস্ব প্রতিবেদক

ষাটের নিচে নামছে না দৈনিক মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণ হার এক মাসের ব্যবধানে ১৪ শতাংশের বেশি কমে গেলেও থামছে না মৃত্যুর মিছিল। গত এক দিনে নতুন করে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৫ এপ্রিল থেকে গত ৩০ দিনের ২৮ দিনই দৈনিক ৬০ জনের বেশি মারা গেছেন। এর মধ্যে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে পাঁচ দিন। শুধু ৫ এপ্রিল ৫২ জন ও ৩০ এপ্রিল ৫৭ জন মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর। এদিকে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৯১৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। গত ৫ এপ্রিল শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৪০ শতাংশ। ওই দিন ৭ হাজার ৭৫ জনের দেহে সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। মৃত্যু হয় ৫২ জনের। এর পর রোগী শনাক্ত বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মৃত্যু। বর্তমানে দৈনিক রোগী শনাক্ত দুই-তৃতীয়াংশের বেশি কমে গেলেও সেই অনুপাতে কমেনি মৃত্যু। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭০৫ জনের। সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। গত এক দিনে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৩৬ জন ছিলেন পুরুষ ও ২৫ জন নারী। হাসপাতালে ৫৯ জন ও বাড়িতে দুজন মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৪৪ জন ষাটোর্ধ্ব, ১১ জন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, তিনজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এর মধ্যে ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে ১৮ জন, রাজশাহীতে সাতজন, বরিশালে দুজন, রংপুরে দুজন, খুলনায় একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

রোগী শনাক্ত কমে যাওয়ায় হাসপাতালের শয্যাগুলো আবারও ফাঁকা হতে শুরু করেছে। গতকাল সারা দেশের ১ হাজার ৯০টি আইসিইউর মধ্যে ৫৮৬টি ফাঁকা ছিল। ১২ হাজার ২৮৯টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা ছিল ৯ হাজার ২৯১টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর