বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

আবারও পেছাতে পারে এসএসসি এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও করোনা সংক্রমণের কারণে এ বছর এ দুই পরীক্ষা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসন্ন জুনে এসএসসি ও জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের কথা বলা হলেও এই পরীক্ষা আরও পেছাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সূত্রে জানা গেছে।

তথ্য মতে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে এসএসসিতে ৬০ দিন এবং এইচএসসিতে ৮৪ দিনের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়ার কথা ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এখনো স্কুল-কলেজ খোলা সম্ভব হয়নি। ফলে আরও দুই মাস এ দুটি পাবলিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন, এসএসসি-এইচএসসির জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ঘোষিত সময় থেকে হয়তো মাস দুয়েক পিছিয়ে যেতে পারে এসব পরীক্ষা। কিন্তু পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নেই।

সর্বশেষ খবর