শিরোনাম
শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিল মালয়েশিয়া ফিলিপাইন

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে ১৪ মে পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ফিলিপাইনে। এ ছাড়া মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব গত বুধবার বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে ঘোষণা দেন। তিনি বলেছেন, এসব দেশের সব শ্রেণির নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। এর মধ্যে রয়েছেন দীর্ঘমেয়াদি সামাজিক ভিজিট ভিসাধারী, ব্যবসায়ী ভ্রমণকারী এবং সামাজিক সফরকারীরাও। তবে ভিয়েনা কনভেনশনের ডিপ্লোম্যাটিক রিলেশন্স ১৯৬১-তে বর্ণিত নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন কূটনৈতিক পাসপোর্টধারী ও কর্মকর্তারা। তবে তাদের বিদ্যমান অপারেটিং প্রক্রিয়া ব্যবহার করে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। এদিকে, ফিলিপাইনের নির্বাহী সচিব সালভাদর মেডিয়ালডিয়া জানিয়েছেন, তাদের দেশে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকে ১৪ মে পর্যন্ত। এই চারটি দেশ থেকে যেসব যাত্রী নিষেধাজ্ঞার আগে ফিলিপাইনে গিয়েছেন অথবা সেখানে অবস্থান করছেন, তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যতক্ষণ তাদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ না আসবে। কিন্তু ট্রানজিট ব্যবহার করে কোনো যাত্রী যদি ফিলিপাইনে প্রবেশ করেন তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। কারণ তারা দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করেছেন এবং অভিবাসন বিভাগ থেকে তাদের ওইসব দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তারা ফিলিপাইনে একবার পৌঁছতে পারলে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই।

সর্বশেষ খবর