শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

ছয় দিন টানা কমে আবার বাড়ল সংক্রমণ

২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৮২, মৃত্যু ৩৭

নিজস্ব প্রতিবেদক

ছয় দিন টানা কমে আবার বাড়ল সংক্রমণ

করোনাভাইরাস সংক্রমণ হার ১ মে থেকে ছয় দিন টানা কমার পর গত ২৪ ঘণ্টায় আবারও বেড়ে গেছে। গত এক দিনের নমুনা পরীক্ষায় সংক্রমণ হার শনাক্ত হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। তবে নমুনা পরীক্ষা কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত করা গেছে মাত্র ১ হাজার ৬৮২ জন। এ সময় মৃত্যু হয়েছে ৩৭ জনের। করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৪ এপ্রিল দেশে সর্বাত্মক লকডাউন চলছে। করোনার অধিক বিপজ্জনক ভারতীয় স্টেইনটির প্রবেশ ঠেকাতে ২৬ এপ্রিল থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত দিয়ে মানুষ চলাচল বন্ধ রয়েছে। এসব উদ্যোগের পর সংক্রমণ হার ও মৃত্যু কমতে শুরু করে। ফাঁকা হতে শুরু করে হাসপাতালগুলো। স্বাস্থ্য অধিদফতরের তথ্যে দেখা গেছে, ১৪ এপ্রিল সংক্রমণ হার ছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। ১৫ ও ১৬ এপ্রিল কিছুটা বাড়ে। ১৭ এপ্রিল সংক্রমণ কমতে শুরু করে। ২৫ ও ৩০ এপ্রিল ছাড়া ৬ মে পর্যন্ত টানা কমে সংক্রমণ হার। চলতি মাসের প্রথম ছয় দিনই নিম্নমুখী ছিল সংক্রমণ। বৃহস্পতিবার সংক্রমণ হার নেমেছিল ৮ দশমিক ৪৪ শতাংশে। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার আবারও ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি ছাড়া ঈদবাজারে গাদাগাদি করে কেনাকাটা ও বাড়ি ফেরার হুড়োহুড়িতে সংক্রমণ বেড়ে যেতে পারে। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তৎপরতা বাড়ানোর পরামর্শ তাদের।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১৩টি। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৮৩৩ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন। গত এক দিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৮ জন। গত এক দিনে মৃত ৩৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ১৪ জন নারী। বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৬ জন মারা গেছেন হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতের মধ্যে ২০ জন ষাটোর্ধ্ব, ১১ জন পঞ্চাশোর্ধ্ব, পাঁচজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ১৯ জন ঢাকা, ১১ জন চট্টগ্রাম, দুজন রাজশাহী, দুজন সিলেট এবং একজন করে খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর