রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

নারী উদ্যোক্তা রক্ষার উদ্যোগ চাই

আনজুমান আরা পারভীন লিপি

নারী উদ্যোক্তা রক্ষার উদ্যোগ চাই

উইমেন ইন্টারপ্রিনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহী বিভাগীয় সভাপতি ও নারী উদ্যোক্তা আনজুমান আরা লিপি মনে করেন, আগামীর বাজেট হবে চ্যালেঞ্জিং। কভিড পরিস্থিতির কারণে দেশের সব খাতই প্রায় ক্ষতিগ্রস্ত। এগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সরকার উদ্যোগী হবে। কিন্তু নারীরা স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হয়ে নিজেদের প্রতিষ্ঠা করতে সংগ্রামে ছিলেন। সেই উদ্যোগ থমকে দিয়েছে করোনা। ফলে এবারের বাজেটে নারী উদ্যোক্তাদের রক্ষায় সরকারের উদ্যোগ দেখতে চাই।

তিনি বলেন, রাজশাহীতে বহু নারী উদ্যোক্তা গড়ে উঠেছিলেন। কিন্তু দুই বছরে অনেকে এখন পথে বসেছেন। পুঁজি হারিয়ে অনেকে নিঃস্ব। এ জন্য আগামী বাজেটে রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য আলাদা বরাদ্দ থাকা দরকার। কমপক্ষে ৫০ কোটি টাকা যাতে শুধু রাজশাহীর নারীরা পান, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আনজুমান আরা লিপি বলেন, ‘গত বছরের চেয়ে এবার আরও জটিল ও অনিশ্চয়তায় ভরা একটা সময়ে বাজেট প্রণয়নের কাজ চলছে। কভিডের দ্বিতীয় ঢেউ আমাদের আবার অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। তাই এবার বিশেষ সময়ের জন্য বিশেষ বাজেট প্রণয়ন করতে হবে। কভিডকে মাথায় রেখে বিশেষ বাজেট তৈরি করা দরকার। এবারের বাজেটের লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়া ও কভিডের ছোবল থেকে দেশকে রক্ষা করা। এবারের বাজেটে কভিডে ক্ষতিগ্রস্ত আমাদের অর্থনৈতিক চালিকাশক্তিগুলোর ওপর বিশেষ নজর দিতে হবে।’ তিনি বলেন, এবারের বাজেটে কর্মসংস্থানের ওপর, বিশেষ করে শিক্ষিত নারী ও যুবকদের কর্মসংস্থানের ওপর বিশেষ নজর দিতে হবে। গতবারও এটি নিয়ে কথাবার্তা হয়েছিল। কিন্তু সেটি খুব কার্যকর হয়নি। দরিদ্রদের সহায়তা ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা হবে বাজেটের একটি বিশেষ লক্ষ্য। এটি খুবই গুরুত্বপূর্ণ। দরিদ্র পরিবারগুলোর ওপর দিন দিন একটা চাপ সৃষ্টি করছে। আয়ের সংস্থান নেই। ছোট ব্যবসার সংস্থান নেই। সঞ্চয় কমে যাওয়ায় দ্রুতই ছোট ব্যবসার প্রসার ঘটা অসম্ভব। তাই এ বিষয়ে বাজেটে বেশি নজর দিতে হবে।

সর্বশেষ খবর