সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

কমেছে সংক্রমণ বেড়েছে মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৮৬, মৃত্যু ৫৬

নিজস্ব প্রতিবেদক

কমেছে সংক্রমণ বেড়েছে মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণে দৈনিক মৃত্যু টানা তিন দিন ৫০ জনের নিচে থাকার পর গত ২৪ ঘণ্টায় আবারও অর্ধশত ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৫৬ জনের। তবে ৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ হার শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই সময়ে নমুনা পরীক্ষায় ৮ দশমিক ১৯ শতাংশ মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর চেয়ে কম সংক্রমণ হারের তথ্য জানানো হয়েছিল গত ১৭ মার্চ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৮৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৯৩৪ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন। গত এক দিনে মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ৩৮ জন ছিলেন পুরুষ ও ১৮ জন নারী। হাসপাতালে ৫১ জন ও বাড়িতে পাঁচজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৩০ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৫ জন পঞ্চাশোর্ধ্ব, সাতজন চল্লিশোর্ধ্ব, তিনজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ২২ জন ঢাকা, ২১ জন চট্টগ্রাম, তিনজন রাজশাহী, চারজন খুলনা, দুজন বরিশাল, দুজন রংপুর এবং একজন করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। সারা দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ১ হাজার ৬৯টি আইসিইউর মধ্যে গতকাল ৬৬৪টি ফাঁকা ছিল। ১২ হাজার ৫৯টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা ছিল ৯ হাজার ৬৩১টি। তবে নিকটবর্তী হাসপাতালে আইসিইউ ফাঁকা না পাওয়ায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় অনেক রোগীর মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয় বাড়িতে।

সর্বশেষ খবর