বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

গোল্ড মনিরের অবৈধ ৩৪ প্লট, ব্যাংক লেনদেন ৭৯১ কোটি টাকা

মানি লন্ডারিং মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল মনির হোসেন ওরফে গোল্ড মনিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাড্ডা থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অপরাধলব্ধ আয়ে মনিরের অর্জিত সম্পদের মধ্যে রাজউকের ২৯টি প্লটসহ মোট ৩৪টি প্লটের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার ও তার প্রতিষ্ঠানের নামে ১২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৯১ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৫২৩ টাকার লেনদেন হয়েছে। জমা পাওয়া গেছে ৬ কোটি ১৮ লাখ ১ হাজার ৫৬৬ টাকা। মামলায় গোল্ড মনির ছাড়াও আরও নয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন মনিরের স্ত্রী রওশন আক্তার, ছেলে মো. রাফি হোসেন, মনিরের বোনজামাই হাসান আলী খান, মনিরের বোন নাসিমা আক্তার, মনিরের আরেক বোনজামাই নাহিদ হোসেন, মনিরের সহযোগী আবদুল হামিদ, মনিরের সোনা চোরাচালানের সহযোগী মো. শফিকুল ওরফে শফিক, সোনা চোরাচালানের আরেক সহযোগী মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং তার ভাই হায়দার আলীসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন। গোল্ডেন মনিরের অপরাধলব্ধ আয়ে অর্জিত স্থাবর সম্পদের মধ্যে রয়েছে উত্তরার গ্র্যান্ড জমজম টাওয়ার, একই এলাকায় সাফা টাওয়ারে শেয়ারে মালিকানা, বাড্ডায় রাজউক ডিআইটি প্রজেক্টে ১৯টি প্লট, রাজউকের পূর্বাচলে ১০ কাঠার প্লট, বারিধারায় সাড়ে ৮ কাঠার প্লট, বারিধারা জে ব্লকে সাড়ে ৮ কাঠার আরেকটি প্লট, খিলক্ষেত জামতলার টানপাড়ায় ১.৭৫ কাঠার প্লট, কেরানীগঞ্জে চররুহিতপুর মৌজায় ২.৫ বিঘা জমি এবং উত্তরার নলভোগ মৌজায় ১২ কাঠা জমি।

এ ছাড়া তার অপরাধলব্ধ আয়ে অর্জিত অস্থাবর সম্পত্তির মধ্যে আছে গ্র্যান্ড জমজম টাওয়ার লিমিটেডের ২৫ হাজার শেয়ার, আল সাফা টাওয়ারে ২৫ হাজার শেয়ার, অটো কার সিলেকশন লিমিটেডে ৫০ হাজার শেয়ার, গালফ অটো কার লিমিটেডের ১ লাখ শেয়ার, স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ৪ লাখ ২০ হাজার শেয়ার, যা সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এম কাইয়ুমের কাছ থেকে কেনা, মিৎসুবিশি পাজেরো জিপ একটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর