বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

পাশের ভবনের ছাদে লাফিয়ে জীবন বাঁচালেন শতাধিক মানুষ

বনানীতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি ছয় তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ৭৬৮ নম্বর ত্রিপুরা ভবনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর কাচে ঘেরা ওই ভবনের বিভিন্ন ফ্লোরের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে ভবনের ছাদে উঠে               লাফিয়ে পাশের ভবনে গিয়ে আত্মরক্ষা করেন। ভবন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলার ফেয়ার গ্রুপের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেনি কেউই। প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং তানসিন কবীর বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে ধোঁয়া উড়তে থাকে এবং আগুন ধরে যায়। অগ্নিকান্ডের শুরুতে কালো ধোঁয়ায় পুরো ভবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। অনেকে তখন শ্বাস নিতে পারছিলেন না, দম বন্ধ হয়ে আসছিল। আমরা কোনোরকমে ছাদে উঠে জীবন রক্ষা করেছি।’ তানসিন বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের তিনতলার অফিস ত্রিপুরা ভবন অন্ধকার হয়ে যায়। আমরা জীবন বাঁচাতে এদিক-সেদিক ছুটতে থাকি। পরে ভবনের ছাদে উঠে ফায়ার সার্ভিসকে ফোন দিই এবং জীবন রক্ষার আকুতি জানাই। পাশের ভবনের লোকজনের কাছে অনুরোধ করলে ছোট্ট একটি মইয়ের মতো কিছু একটার ব্যবস্থা করেন। পরে ওই মই বেয়ে লাফিয়ে পাশের ভবনের ছাদে যাই। এভাবে শতাধিক লোক জীবন রক্ষা করেছেন।’ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, ওই ভবনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের করপোরেট অফিসের ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। ভবনটি কাচে ঘেরা থাকায় ভিতরে প্রচ- ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ভবনে আটকে পড়া লোকজন ছাদে চলে যান। পরে পার্শ্ববর্তী অন্য ভবনের ছাদ হয়ে তারা নিচে নেমে আসেন। এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের কাচ ভেঙে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন কীভাবে লেগেছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। সবকিছু তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর