সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

কৃষি খাতে বরাদ্দ বাড়াতে হবে

-কাজী মোহাম্মদ জুননুন

কৃষি খাতে বরাদ্দ বাড়াতে হবে

সাবেক পৌর মেয়র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ জুননুন বলেন, করোনাকালে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য আসন্ন বাজেটে কৃষিকে অত্যধিক গুরুত্ব দিয়ে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। রংপুর বিভাগে কৃষি প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাই আসন্ন বাজেটে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা রাখার দাবি করছি। তিনি মনে করেন করোনা দুর্যোগে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করে এর সঠিক ব্যবহার করা এবং স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। এ ছাড়া করোনায় অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। তাদের বিশেষ ঋণের ব্যবস্থা বাজেটে রাখা উচিত বলে তিনি মনে করেন। করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিল্প, ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে আমদানি পণ্যে শুল্ক মওকুফ করতে হবে। তা না হলে দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়।

সর্বশেষ খবর