সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

আরও এক সপ্তাহ বাড়ল দিল্লির লকডাউন

নয়াদিল্লি প্রতিনিধি

কভিড সংক্রমণ কমছে বলেই রাজধানী দিল্লির লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হলো। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘোষণা দেন। আগামী ২৩ মে পর্যন্ত লকডাউন চলবে। অন্যান্য নিষেধাজ্ঞার সঙ্গে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের দরুন দিল্লির কভিড সংক্রমণ আগে থেকে অনেক কমছে। তবে তা সন্তুষ্ট হওয়ার মতো নয়। যতক্ষণ না সংক্রমণ হার ৫ শতাংশে নেমে আসছে ততক্ষণ নিষেধাজ্ঞা শিথিল করা যাবে না। বর্তমানে সংক্রমণের হার ১১.৩২ শতাংশ। যেটা এপ্রিলে  লাগাতার ৩২ শতাংশে উঠে গিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন করার ফলেই সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ছিল ৬ হাজারের বেশি। এই হার একসময় ১৩ হাজার পৌঁছেছিল।’ মৃতের সংখ্যাও কমে হয়েছে ৩৩৭। চিকিৎসকদের মতে, লকডাউন করার ফলেই মৃত্যুর হার কমছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এক দিনেই সংক্রমণের হার ১০ শতাংশে নেমে গেছে। এপ্রিল মাসে আচমকা করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজধানী দিল্লির সংক্রমণ হুহু করে বেড়ে যাওয়ায় একটানা পাঁচ সপ্তাহ লকডাউন করা হয়েছে। দিল্লির গণস্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল।

 বহু দূতাবাসের কূটনীতিকদেরও হাসপাতালে স্থান পেতে হিমশিম খেতে হয়েছে। দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও বেশ কজন আক্রান্ত। তবে হাইকমিশনার মুহাম্মদ ইমরান জানান, এখন একজন বাদে অন্য সবাই সুস্থ হয়ে উঠছেন। গোটা দেশেও সংক্রমণের হার কমছে। গত ২৫ দিনের মধ্যে এই প্রথম আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩ লাখের বেশি। ভারতে মৃতের সংখ্যাও ৩ লাখ ছাড়িয়েছিল। এক দিনে মৃত্যু হয়েছে ৪ হাজারের বেশি মানুষের।

সর্বশেষ খবর