সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

রায়পুরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে গুলিবিদ্ধ ৯

নরসিংদী ও মাদারীপুর প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ সভাপতির বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ফায়েজ উল্লাহ। তিনি চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের জরুন মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির সমর্থক। গত শনিবারের এ ঘটনায় গতকাল বিকালে নিহতের ভাই মো. মোসলেম মিয়া রায়পুরা থানায় ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এর মধ্যে জালাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মাদারীপুরের শিবচরে শনিবার রাতে সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৫ জন।  রায়পুরার সংঘর্ষের ব্যাপারে পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হযরত আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শনিবার দুপুরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় টেঁটাবিদ্ধ হয়ে ফায়েজ উল্লাহ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিক মাদবরের সঙ্গে একই এলাকার সাবেক চেয়ারম্যান মনোয়ার বেপারীর দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে শুরু হয় গোলাগুলি। এতে ৯ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর