বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

নরসিংদীতে সংঘর্ষে আরও দুজন নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে শহিদ মিয়া ও শফিকুল ইসলাম নামে আরও দুজন নিহত হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে ইয়াছিন মিয়া (১৩) নামে এক শিশু প্রাণ হারায়। গত ২৪ ঘণ্টা ধরে থেমে থেমে চলা সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। উপজেলার কাচারিকান্দি গ্রামের মেম্বার শাহ আলম ও সাবেক মেম্বার ফজলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন রুবেল, বাহক ও সাগর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শহিদ মিয়া আশরাফ উদ্দিনের এবং শফিকুল ইসলাম নুরু মিয়ার ছেলে। উভয়ের বাড়ি কাচারিকান্দি গ্রামে। এছাড়া শিশু ইয়াছিনের বাবার নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও সাবেক মেম্বার ফজলুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ইয়াছিন নামে এক শিশু বুকে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ওই দুই পক্ষ গতকালও সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে সকালে শহিদ মিয়া এবং বিকালে শফিকুল ইসলামের মৃত্যু হয়। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, সংঘর্ষে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর