শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

নাগরিকবান্ধব বাজেট ঘোষণা করা হোক

মাছুদার রহমান হেলাল

নাগরিকবান্ধব বাজেট ঘোষণা করা হোক

রাষ্ট্রের নাগরিকদের সুবিধাদির কথা চিন্তা করেই বাজেট ঘোষণা করা হয়। এদেশেও তেমনি করা হয়। তারপরও বাজেট নিয়ে কিছু আলাদা ভাবনা থাকে সাধারণ নাগরিকদের। চিন্তা থাকে বলেই আমরা উন্নয়নমূলক বাজেট চাই। শুধুমাত্র কয়েকটি খাতে বিশেষ বরাদ্দ আর দাম কম-বেশির মধ্যে না থেকে খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত কৃষি বিষয়ে বরাদ্দ দিতে হবে। বরাদ্দ এমনি হবে যে, দেশে খাদ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমে যাবে। মানুষ খাবার ক্রয়েই তার অর্থ শেষ করে ফেলে। যে কারণে অন্যান্য প্রয়োজনীয় জীবন গড়তে শিক্ষা সাংস্কৃতিতে এগিয়ে যেতে পারে না। কৃষির পাশাপাশি শিক্ষা   খাতে বরাদ্দ দিতে হবে। প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। গড়ে তোলার প্রথম পদক্ষেপই হলো খরচ কমিয়ে সহজ শিক্ষার পরিবেশ গড়ে তোলা। যদিও ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় সফলতা এনেছে সরকার। প্রাথমিক শিক্ষার মতো যুগোপযোগী উচ্চশিক্ষার বিষয়ে গভীরভাবে ভেবে আসন্ন বাজেটে বরাদ্দ রাখা এখন জরুরি।

বগুড়া সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশে সরকারের সহযোগিতায় শিল্প, কলকারখানা গড়ে উঠেছে। বগুড়াতেও একটি আধুনিক রপ্তানিমুখী শিল্পপার্ক গড়ে তুলতে হবে। বগুড়ার কৃষিযন্ত্রাংশকে আধুনিক করে রপ্তানির ব্যবস্থা করতে হবে। বিদেশের বাজারে নিজেদের পণ্যের প্রবেশ না থাকলে ভালো অর্জন থেকে পিছিয়ে পড়তে হবে। এখন আমরা উন্নয়নশীল দেশ। জেলাভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার আরও প্রসার ঘটাতে হবে। রাস্তাঘাটের টেকসই উন্নয়ন করতে হবে। একই রাস্তায় বছর বছর যেন কাজ করতে না হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি মানুষের ভোগান্তি হয়। রাস্তাঘাটের টেকসই উন্নয়ন হলে অনেক কিছুই সাশ্রয় হবে। রাষ্ট্রের উন্নয়নও হবে। শুধু ব্যবসায়ীবান্ধব না হয়ে নাগরিকবান্ধব বাজেট ঘোষণা করা হোক। বরাদ্দ প্রদানের বিষয়গুলো সুচিন্তিত হোক। যেন রাষ্ট্রের নাগরিকরা উপকৃত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর