শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

দাম বেড়েছে পিঁয়াজ-রসুন আলু ও ডিমের, কমেছে সবজির

নিজস্ব প্রতিবেদক

দাম বেড়েছে পিঁয়াজ-রসুন আলু ও ডিমের, কমেছে সবজির

ঈদের পর বেশির ভাগ সবজির দাম কমেছে। চাহিদার তুলনায় জোগান বেশি থাকায় দাম কমেছে বলে ব্যবসায়ীরা বললেও নতুন করে কিছু পণ্যের দাম বেড়েছে। গত কয়েক দিনে রাজধানীতে পিঁয়াজ, রসুন, আলু ও ডিমের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা, রসুনের ৭ টাকা, আলুর ২ থেকে ৪ টাকা এবং হালিপ্রতি ডিমের দাম ২ থেকে ৪ টাকা বেড়েছে। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, বেশির ভাগ বাজারেই পিঁয়াজ-রসুন বেশি দামে বিক্রি হচ্ছে। পিঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা বলেছেন। তবে রসুন, আলু এবং ডিমের দাম কোনো কারণ ছাড়াই বাড়ছে। প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। প্রতি কেজিতে বেড়েছে ৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ তুলনামূলক কম।

এসব পণ্যে দাম বাড়লেও সবজির কমেছে। বাজারগুলোতে ফুলকপির পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। মানভেদে শসার কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। পটোলের কেজি ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। পাকা টমেটো ৩০ থেকে ৪০ টাকা। কচুরলতি ৫০ থেকে ৬০ টাকায়। কাঁচকলার হালি ৩০ থেকে ৪০ টাকা। পেঁপের কেজি ৫০ থেকে ৬০ টাকা। করলার কেজি ৭০ থেকে ৮০ টাকা। রাজধানীর বাজারগুলোতে ঈদের আগে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগি এবং গরু ও ছাগলের মাংসের দাম কিছুটা কমেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা গরুর মাংস বিক্রি করছেন ৫৮০ থেকে ৬০০ টাকা, যা ঈদের আগের দিন ৬৫০ টাকায় উঠেছিল। ৯৫০ টাকায় ওঠা খাসির মাংস ৭০০ থেকে ৮৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ঈদের আগে ১৬০ টাকায় উঠে যাওয়া ব্রয়লার মুরগির কেজি কমে ১৪০ টাকায় নেমেছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকা, যা ঈদের আগে ৩২০ টাকায় উঠেছিল। ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে লাল লেয়ার মুরগি। আগের মতো লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

সর্বশেষ খবর